মালয়েশিয়া ‘এনটিভি বিজয় উৎসবে’ শিশুদের রং তুলিতে বাংলাদেশ

এনটিভি দর্শক ফেরাম-মালয়েশিয়া আয়োজিত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য 'এনটিভি বিজয় উৎসব-২৩' এ থাকছে ‘রং তুলিতে বাংলাদেশ’ শিরোনামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মালয়েশিয়া প্রবাসী ৫-১৩ বছর বয়সী যে কোন শিশু প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন অব মালয়েশিয়া (বিএসওএম) এর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার তত্তাবধান করবে। এতে ৩-৭ বছর বয়স 'ক' গ্রুপ ও ৭-১৩ বছর 'খ' গ্রুপে অংশ নেবে।
প্রতিযোগীদের রঙ-পেন্সিল সাথে আনতে হবে। আর্ট পেপার বিএসওএম থেকে দেওয়া হবে। চিত্রাঙ্কনে নিজের নাম, পিতা-মাতার নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে। কুয়ালালামপুরের ক্রাফট সেন্টারে সকাল ১০ টা থেকে ১.৩০ টার মধ্যে যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিত্রাঙ্কনের জন্য সময় পাবে ৪০ মিনিট। চিত্রাঙ্কনের বিচারক হিসেবে থাকবেন মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে এনটিভি মালয়েশিয়া পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে সেই সাথে বিচারকের রায়ে বিজয়ী ৩ জন কে পুরস্কার দেওয়া হবে।এনটিভি বিজয় উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে -
আইরিন সিদ্দিক ন্যান্সি ,হোয়াটস্যাপ নাম্বার :+৮৮০১৮১৮২২৬১৩৪, মালয়েশিয়া নাম্বার :+৬০১৬৮৩৯৭৫৬১