মালয়েশিয়া এনটিভি'র বিজয় উৎসবে আসছেন নাট্য অভিনেত্রী স্বর্ণলতা

এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
আগামী ৩০ ডিসেম্বর রোজ শনিবার,মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে দেশিয় সাংস্কৃতির নানান পরিবেশনা।
এনটিভি বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে- নাচ, গান, দেশিয় এবং আন্তর্জাতিক ফ্যাশন শো, নাটক, কৌতুক, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা।
দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা।তাছাড়া চিত্রনায়ক জাহেদ খান, মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান,মিসেস এশিয়া বাংলাদেশ খেতাব জয়ী খাদিজা আক্তার রাহা ,কণ্ঠশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ, জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত আসুজা তানিন,জনপ্রিয় উপস্থাপিকা শারমিন নাহার লিনা সহ আরও অনেকে।
তাছাড়া মালয়েশিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় থাকবে।অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’ ও মালয়েশিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
উলেখ্য যে শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল স্বর্ণলতা দেবনাথের। আর সেই পথেই হেঁটেছেন তিনি। শুরুটা অবশ্য গান দিয়ে হয়েছিল। এরপর উপস্থাপনাতেও দেখিয়েছিলেন মুন্সিয়ানা। স্বর্ণলতা বাংলাদেশের টিভি নাটকের নতুন প্রিয়মুখ। নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন তিনি। গেল ঈদে নারীকেন্দ্রিক গল্পের ড্রামা সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’-এ অভিনয় করে বেশি সাড়া পাচ্ছেন স্বর্ণলতা। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় এই ড্রামা সিরিয়ালে তার অভিনয়ই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।