মালয়েশিয়া ‘এনটিভি বিজয় উৎসব’ উপস্থাপনা করবেন শারমিন লিনা

এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
আগামী ৩০ ডিসেম্বর রোজ শনিবার,মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে দেশীয় সংস্কৃতির নানান পরিবেশনা।
এনটিভি বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে- নাচ, গান, দেশিয় এবং আন্তর্জাতিক ফ্যাশন শো, নাটক, কৌতুক, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা।
দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির খবর পাঠিকা ,মিডিয়া ব্যাক্তিত্ব ,আমেরিকার শিশু ও মানবাধিকার সংগঠন প্রটেক্ট আস্ কিডস এর বাংলাদেশ প্রতিনিধি শারমিন নাহার লিনা।
অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা।তাছাড়া চিত্রনায়ক জায়েদ খান, মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান,মিসেস এশিয়া বাংলাদেশ খেতাব জয়ী খাদিজা আক্তার রাহা ,কণ্ঠশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ, জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত আসুজা তানিনসহ আরও অনেকে।
তাছাড়া মালয়েশিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় থাকবে।অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’ ও মালয়েশিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
উলেখ্য যে শারমিন নাহার লীনা মাগুরার কৃতি সন্তান।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর সংবাদ উপস্থাপিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর।কাজ করেছেন ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা ও সোশ্যাল চেইঞ্জ ফর ডেভলমেন্ট (এসসিডি) এক্সিকিউটিভ এডভাইজার হিসাবেও।
ইয়ুথ লিডার হিসাবে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়া , ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, আমেরিকা,লন্ডন,তুরস্ক, নেপাল ও থাইল্যান্ডে,মালদ্বীপ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।সেই সাথে তিনি আন্তর্জাতিক সম্মেলন থেকে অনেক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন।