উড়ন্ত চুমু ছুড়ে পাল্টা জবাব দিয়েছি : ‘এনটিভি বিজয় উৎসবে’ জায়েদ খান
এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
শনিবার (৩০ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের দিনব্যাপী চলছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিনোদন জগতে আলোচিত ও সমালোচিত এক নাম নায়ক জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে ভাইরাল হতে পছন্দ এই নায়কের। আর এর মধ্যে বিশেষ করে রয়েছে সুন্দরী নারী ভক্তরা।
মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসবে সুন্দরী নারীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় জায়েদ খানকে! চারিদিক থেকে জায়েদ খানকে ঘিরে ধরেন তরুণীরা!
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাই কিস (উড়ন্ত চুমু) ছুড়ে দিয়েছিল। আমিও পাল্টা জবাব দিয়েছি।’
তিনি বলেন, ‘এখানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিল। কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া আর আমি ভিড়ের মাঝে চাপা পড়ি। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়। কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি।’