মালয়েশিয়ায় ‘এনটিভি বিজয় উৎসবে’ শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
শনিবার (৩০ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের দিনব্যাপী চলছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এনটিভি বিজয় উৎসব অনুষ্ঠানে "রংতুলিতে বাংলাদেশ" শিরোনামে ছোট শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বয়স অনুযায়ী "ক" ও "খ" বিভাগে ভাগ করা হয় প্রতিযোগীদের।দেশ ও মুক্তিযুদ্ধ কে থিম রেখে বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি কে তুলে ধরা হয়েছিল।ক বিভাগের ৩-৭ বছর বয়সী শিশুদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ইজিয়ান সুয়াইবির খান, দ্বিতীয় স্থানে ঈশাল জাহরা কারিম ও তৃতীয় স্থানে রয়েছে জুয়াইরিয়া মেহতাজ মিনহা।
খ বিভাগের ৮-১৫ বছর বয়সী প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছে নুসাইবা রহমান, দ্বিতীয় হয়েছে ফাইজিন রহমান খান ও তৃতীয় স্থানে রয়েছে লুবাইনা রহমান। ৪৫ মিনিটের এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন বরিশাল ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান ও নলেজ হাব নামক প্রতিষ্ঠানের সিইও আরিফ সাইয়েদ।
পুরস্কার বিতরণীর আগে শিশুকিশোর ও অভিভাবকদের অংশগ্রহণে পরিবেশন করা হয় গেম শো, আবৃত্তি, কুইজ কম্পেটিশন, নাচ ও মনোমুগ্ধকর ফ্যাশনশো।
সবার শতস্ফুর্ত অংশগ্রহণে শিশুকিশোরদের অংশটি সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।