শারমিন লিনার প্রাণবন্ত উপস্থাপনায় মুগ্ধ মালয়েশিয়া প্রবাসীরা

এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
শনিবার (৩০ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর কনস্যুলার রাসেল রানা, কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
শারমিন লিনার প্রাণবন্ত ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা মুগ্ধ করে মালয়েশিয়া প্রবাসীদের। গানে গানে কথার ছন্দে পুরো অনুষ্ঠান জমিয়ে তোলেন তিনি। প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মাতিয়েও তুলেন তিনি। প্রবাসী দর্শকরা এনটিভি অনলাইনকে জানান, তিনি শুধু রূপেই নয়, কথার ফুলঝুরিতেও মুগ্ধ করতে পটিয়সী। একাধারে যেমন সুন্দরী, মেধাবী তেমনি বুদ্ধিমতী। প্রবাসী দর্শকরা পুরোটা সময় জুড়ে অনুষ্ঠান উপভোগ করেন। উপস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও তার উপস্থাপনার প্রশংসা করেন।
উলেখ্য, শারমিন নাহার লিনা জন্মসূত্রে মাদারীপুরের হলেও বাবার চাকরিসূত্রে শৈশব থেকে মাগুরা জেলায় বেড়ে ওঠা কৃতি সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর সংবাদ উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। এছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর।কাজ করেছেন ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা ও সোশ্যাল চেইঞ্জ ফর ডেভলমেন্ট (এসসিডি) এক্সিকিউটিভ এডভাইজার হিসাবেও।
সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি আমেরিকার প্রটেক্ট আস্ কিডস ফাউন্ডেশন এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সোশ্যাল এক্টিভিস্ট হিসেবে জড়িত আছেন।
ইয়ুথ লিডার হিসেবে তিনি ইতিমধ্যে আমেরিকা, লন্ডন অস্ট্রেলিয়া , ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, দুবাই ,তুরস্ক, নেপাল, থাইল্যান্ডে ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। সেই সাথে তিনি আন্তর্জাতিক সম্মেলন থেকে অনেক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন।