এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী নারী উদ্যোক্তারা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছর পূর্তি আজ। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। এই আগামীর পথে একটু একটু করে চলতে চলতে ২২ বছর সাফল্যের সঙ্গে পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।
এনটিভির সফলতার ২২ বছরে শুভেচ্ছা জানিয়েছেন নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই ) মালয়েশিয়া শাখার নারী উদ্যোক্তারা।
উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা বলেন এনটিভি সর্বদায়ই প্রবাসী নারী উদ্যোক্তাদের নানাবিধ আয়োজনে সঙ্গী হয়েছে। গণমাধ্যম হিসেবে এনটিভি প্রবাসীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
আমরা আশাকরি এনটিভির এই সুন্দর পথচলা অব্যহত থাকুক যুগ থেকে যুগান্তর। রাকিবা রিয়াজ টিনা সহ আরও যারা শুভেচ্ছা জানিয়েছেন তারা হলেন মুনিরা আক্তার, ফাওজিয়া সুলতানা, তানি হাসান, আদিয়া তনু, রিজওয়ানা রহমান প্রমুখ।