মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আগামী সোমবার
আগামী সোমবার (৮ জুলাই) মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
'এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়া' কতৃক আয়োজিত এই অনুষ্ঠানটি কুয়ালালামপুরের জালান আমপাংয়ের হোটেল ইন্টারনেটকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মালয়েশিয়া প্রবাসী এনটিভির দর্শক, সর্বসাধারণ, প্রবাসী শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেককাটার আয়োজন রয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া কতৃক এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই জাঁকজমক আয়োজনে মুগ্ধ হয় প্রবাসী দর্শকবৃন্দ। এতে দেশীয় সংস্কৃতি চর্চা ও পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশ ও প্রবাসে এনটিভির কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করেন অতিথিবৃন্দ।