এনটিভির সিরাত সম্মেলনে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারি

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি। ছবি :সংগ্রহিত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এনটিভি সিরাত সম্মেলন ২০২৪'।
আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৪ রোজ রবিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি।
স্থানীয় সময় বিকাল ৩টা থেকে শুরু হবে এই সম্মেলন। উক্ত সম্মেলনে অতিথিদের আলোচনা ছাড়াও থাকছে পবিত্র কুরআন তিলাওয়াত, কুইজ ও হামদ-নাত বিষয়ক উন্মুক্ত প্রতিযোগিতা।
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া কতৃক আয়োজিত এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা থাকছে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)সহ আরো অনেক সামাজিক সংগঠন।