দক্ষিণ এশিয়ার ৮ দেশের অংশগ্রহণে বাংলাদেশে সম্পন্ন হলো ইয়ুথ সার্ক সামিট-‘২০

ইয়ুথ পার্লামেন্টের আয়োজনে বাংলাদেশে দ্বিতীয় মডেল ইয়ুথ সার্ক সামিট-২০২০ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতিসংঘের টেকশই উন্নয়ন লক্ষমাত্রার প্রতি তরুণদের সম্পৃক্ত করতে দক্ষিণ এশিয়ার ৮ দেশের ইয়ুথদের সক্রিয় অংশগ্রহণে রোববার ওই সামিট অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল ওই সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৯০০ জন ইয়ুথ ডেলিগেশন এবং ২২টি সংগঠন সম্পৃক্ত ছিলেন। সার্কভুক্ত দেশের তরুণদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা, আন্তঃসম্পর্ক উন্নয়নে নেতৃত্বের সুযোগ প্রদান করা ছিল দ্বিতীয় মডেল ইয়ুথ সার্ক সামিটের অন্যতম বিষয়বস্তু।
ওই সামিটে উপস্তিত ছিলেন ভুটানের সাবেক সংসদ সদস্য দ্রুকপা পেমা, সেভ দ্য চিলড্রেনের ভারতের সিইও সুদর্শন শুচী, এনটিভির নিউজ ব্রডকাস্টার ও প্রটেক্ট আস কিডস আমেরিকার বাংলাদেশের প্রতিনিধি মিস শারমিন নাহার লিনা এবং নেপাল জাতীয় মানবাধিকার কমিশনের আন্ডার সেক্রেটারি মিস কাতিওয়াদা মাঞ্জু।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইয়ুথ পার্লামেন্টের সভাপতি ও মডেল সার্কের প্রতিষ্ঠাতা সরকার তানভীর আহমেদ তানিম, উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ পার্লামেন্টের সাধারণ সম্পাদক বিবেক মোর। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. শরিফুল আনোয়ার, সাবেক জাতীয় কনসালটন্ট এফএও জাতিসংঘ এবং মুরসালিন শাহ সালিন, পিস বিল্ডিং ট্রেইনার কমনওয়েলথ সেক্রেটারিয়েট। সামিটের হোস্ট হিসেবে ছিলেন নওশিন ইয়াসমিন এবং কো-হোস্ট হিসেবে ছিলেন রাজিয়া সুলতানা।
সামিটের এজেন্ডা হিসেবে এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এর অধীনে এবারের সামিটের থিম ছিলো, ‘Youth Stands Hand in Hand, To Bring Peace in the Land’ এবং কর্মপরিকল্পনার বিষয়বস্ত নির্ধারণ করা হয় ‘Finding a new way of engaging with youth's to build up sustainable South Asia for implementing SDG-16’।
দক্ষিণ এশিয়ার ৮ দেশের মোট ১৫ জন ইয়ুথ সামিটে নিজ দেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং সামিট এজেন্ডায় (এসডিজি-১৬) নিজ দেশে অবস্থান ব্যক্ত করতে পেপার ওয়ার্কের মাধ্যমে কর্মপদ্ধতি উপস্থাপন করেন। সার্ক সামিটে দক্ষিণ এশিয়ার ৮ দেশসহ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে জাপান, কোরিয়া, মায়ানমার, ইরান এবং মালোয়েশিয়ার ছয়জন অংশগ্রহণ করেন।
সামিটের আলোচনা শেষে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে বিতর্ক, চ্যালেঞ্জ কিংবা অন্য কোনো পয়েন্ট উপস্থাপন না হওয়ায় সর্বসম্মতিক্রমে সামিট এজেন্ডার অধীনে বিষয়বস্তু ‘Finding a new way of engaging with youth's to build up sustainable South Asia for implementing SDG-16’ গ্রহণ করা হয়।
দ্বিতীয় সার্ক সামিটে ভুটান চেয়ারপারসন নির্বাচিত হয় এবং তৃতীয় সামিটের জন্য ভারতকে সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরে সাউথ এশিয়ার সকল দেশের ১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে সামিটের সমাপ্তি হয়।