সেরা গায়িকা হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩ বিজয়ী জারিন

২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করা শিল্পীদের মধ্যে নিজের মিষ্টি সুরেলা কণ্ঠ ও পারফরম্যান্স দিয়ে শ্রোতা দর্শকের মন জয় করে যিনি চ্যাম্পিয়ান হয়েছেন সেই জারিন পেয়েছেন ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে এ বছরের আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নুল আবেদিন। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
এবারের আয়োজনে মোট ২০টি ক্যাটাগরিতে বিভিন্ন খাতে সফল ও অনুকরণীয় ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়। অর্থনীতি, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক উন্নয়ন, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনীতি এবং মানবিক কর্মকাণ্ডে যাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন—তাঁদেরকেই এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিয়াকত আলী এবং ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর.কে রিপন।
স্মরণীয় এই সন্ধ্যাটি শুধু অ্যাওয়ার্ড প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। ফ্যাশন শো, ম্যাজিক শো, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
উল্লেখ্য, ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করা শিল্পীদের মধ্যে নিজের মিষ্টি সুরেলা কণ্ঠ ও পারফরম্যান্স দিয়ে শ্রোতা দর্শকের মন জয় করে নিয়েছিলেন জারিন। ২০২১ সালে কিংবদন্তি সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ-এর সুর ও সংগীতে কণ্ঠশিল্পী জারিন তার সংগীতজীবনের যাত্রা শুরু করেন “তুমিহীনা মন” গানটির মাধ্যমে। একই বছর মুক্তি পায় আরও একটি জনপ্রিয় গান “তুমি আসবে ভেবে”, যার কথা লিখেছেন অমিতা কর্মকার। দুই গানেই সুর-সংগীত ছিল হাবিব ওয়াহিদের করা, যা জারিনকে সংগীত অঙ্গনে এক শক্ত অবস্থানে নিয়ে আসে।
এ গান গুলো দিয়ে শ্রোতা প্রিয় হয়ে ওঠার পরই জারিন প্লেব্যাকের সুযোগ পান শাকিব খান ও পূজা চেরি অভিনীত একটি সরকারি অনুদানের বাংলা সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন এস. এ. হক অলীক। সেখানে তিনি কণ্ঠ দেন দুটি গানে— “জমবে মেলা” এবং “আমার ভালোবাসা”। দুই গানেই সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। দুটি গানই সে বছর দর্শক প্রিয়তায় “মেরিল প্রথম আলো” পুরস্কারের জন্য মনোনীত হয়।
শেষ রাতের চমক ২০২২ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় জারিনের আরেকটি গান “তোরই প্রেমের ছোয়ায়”। এটি ছিল অমিতা কর্মকারের লেখা এবং হাবিব ওয়াহিদের সুরে তৈরি একটি রোমান্টিক মেলোডি, যা শ্রোতাদের মাঝে দারুণভাবে জনপ্রিয়তা পায়। ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়ে দারুন খুশি জারিন। এই অ্যাওয়ার্ড আমাকে সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে।
পুরস্কার অর্জনের পর জারিন সকলের দোয়া কামনা করেছেন।