পাঁচশত রিঙ্গিত জরিমানায় মালয়েশিয়া থেকে ফিরতে পারবে অবৈধ অভিবাসীরা

মালয়েশিয়ায় লকডাউনে কড়া বিধিনিষেধের মধ্যেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।সংক্রমণ কিছুতেই থামাতে পারছেনা মালয়েশিয়া সরকার। কঠোর লকডাউনে ও চলছে মালয়েশিয়ায় ধরপাকড়। আতংকে দিন কাটাচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা গণহারে কাজ-কর্ম হারিয়ে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতি দেশটির অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে।
যারা অবৈধ অভিবাসী হিসেবে দেশটিতে এখনো অবস্থান করছেন তাদের মাত্র ৫০০ রিংগিত ( বাংলাদেশী টাকায় ১০ হাজার ) জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে বিমানবন্দরে রিক্যালিব্রেশন পুলাং নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ।

তিনি আরো জানিয়েছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা (কেএলআইএ) ৮ জুলাই থেকে এ প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে। অবৈধরা খুব সহজেই এখন দেশে ফিরতে পারবে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ারও প্রয়োজন নেই তবে বিমান ছাড়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে আসতে হবে বলে জানানো হয়।
একই সাথে ২৪ ঘণ্টা অভিবাসন বিভাগের এ কাউন্টার খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়। তবে এ প্রক্রিয়ায় অংশ নিতে হলে পাসপোর্ট বা হাইকমিশন থেকে বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বিমান টিকিট, ৫০০ রিঙ্গিত জরিমান অনলাইনে পে করে এবং ৭২ ঘণ্টা মেয়াদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে থাকতে হবে।
মালয়েশিয়ায় লকডাউনে সাঁড়াশি অভিযানে ধরা পড়ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বৈধ ও অবৈধ অভিবাসী। কিছু ক্ষেত্রে বৈধদের আটক করা হচ্ছে ওয়ার্ক পারমিট এর শর্ত লঙ্ঘন করার জন্য। তাই যারা এখন পর্যন্ত বৈধ হতে পারেনি তাদের নিজ দেশে ফেরত যাওয়ার সূবর্ণ সুযোগ।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৮ হাজার ৮৩ জন অবৈধ অভিবাসী ‘রিক্যালিব্রেশন প্রোগ্রাম’ এ নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯৮ হাজার ১৯৪ জন ‘রেক্যালিব্রেশন রিটার্ন” এবং ১ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন ‘রেক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামের নিবন্ধিত হয়েছে। যেখানে প্রায় ৬ হাজার ৮২২ জন নিয়োগকর্তার মাধ্যমে লেবার রিক্যালিব্রেশনে অংশ নিয়েছেন