মালয়েশিয়ায় আবারও ১৪ দিনের লকডাউন

করোনাসংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পূর্ণ লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছে মালয়েশিয়া। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার-থ্রি নামে টোটাল লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত।
শুক্রবার (১১ জুন ) নিয়মিত ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।
গত ১ জুন থেকে মালয়েশিয়ায় দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়। প্রথম দফা ওই লকডাউনের মেয়াদ আগামী ১৪ জুন শেষ হওয়ার কথা। তার আগেই আরও দুই সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হলো।
ঘোষণা অনুযায়ী ১৫ থেকে ২৮ জুন পর্যন্ত লকডাউন থাকবে মালয়েশিয়া। পূর্বের মতো এই সময়েও দেশটির সমস্ত সামাজিক-অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে লকডাউন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু জরুরি সেবা ও অর্থনৈতিক খাতের কার্যক্রম চলবে।
শুক্রবার দেশটির সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, দৈনিক করোনার সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সরকারিভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য দেশটিতে এখনও দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ৫/৬ হাজারের বেশি।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য,এদিকে আজও দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮৪৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৭৪৯ জন।