কে হচ্ছেন মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী?
মালয়েশিয়ায় সংসদ সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আজ বুধবার (১৮ অগাস্ট ) এমপিদের ভোটাভুটি শেষে দেশটির রাজা আজ অথবা আগামীকাল চূড়ান্ত প্রধানমন্ত্রী ঘোষণা করবেন।
মালয়েশিয়ান গনমাধ্যম সূত্রে জানা যায়, নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব, আনোয়ার ইব্রাহিম ও আহমাদ জাহিদ হামিদি। তবে জল্পনা রয়েছে ইসমাইল সাবরী প্রধানমন্ত্রী হলে মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন।
মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেওয়ান রাকায়তের সদস্যদের মধ্যে নাম মনোনীত করার জন্য সংসদ সদস্যদের বুধবার বিকেল ৪টা পর্যন্ত লিখিত ভোট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির দেওয়ান রাকায়তের (সংসদ) স্পিকার দাতুক আজহার আজিজান হারুন।
বিকেল ৪টার মধ্যে সংসদ সদস্যদের লিখিত ভোটগুলো ফ্যাক্স, ইমেইল, হোয়াটস অ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত সচিব আগং দাতুক নাজিম মোহাম্মদ আলিম বরাবর জমা দিতে হবে।
মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর নির্দেশ মোতাবেক দেওয়ান রাকায়েতের সদস্যদের উল্লেখ করে ইস্তানা নেগারার নবম প্রধানমন্ত্রীর নাম মনোনীত করার জন্য সংসদ সদস্যদের অনুরোধ করা হয়েছে।
উল্লেখিত সময়সীমার মধ্যে লিখিত ভোট জমা না দিলে পরবর্তীতে তা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। রাজা সুলতান আব্দুল্লাহ এ বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাংসদদের লিখিত ভোট ও বিষয়বস্তু সম্পর্কে গোপনীয়তা রাখা হবে।
এর আগে বারসাতু সভাপতি তান শ্রী মুহিদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর শূন্য প্রধানমন্ত্রীর পদ নিয়ে আলোচনা করতে দুপুর ২টার দিকে দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করতে উমনোর প্রেসিডেন্ট আহমাদ জাহিদ হামিদি, ডিএপি'র সেক্রেটারি জেনারেল লিম গুয়ান এং এবং আমনাহ সভাপতি মোহাম্মদ সাবু, বিরোধী দলীয় নেতা এবং পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিমসহ দেশটির রাজনৈতিক নেতারা রাজ প্রাসাদে প্রবেশ করেন।