ঢাকায় মালয়েশিয়া দিবস উদযাপন

মালয়েশিয়ার স্বাধীনতার ৬৩ বছর উপলক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশন বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
হাইকমিশন জানায়, স্বাধীনতার ৬৩ বছর উপলক্ষে বুধবার হাইকমিশনে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের প্রেক্ষিতে সীমিত আকারে দিবসটি পালনের আয়োজন করে হাইকমিশন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমীর ফরিদ আবু হাসান।
১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে মালয়েশিয়া দিবস হিসেবে উদযাপন করে থাকে দেশটি।