ফুটবল উন্মাদনায় প্রিয়াঙ্কা জামান

ঢালিউডের আলোচিত মুখ প্রিয়াঙ্কা জামান। লাস্যময়ীতার সাথে অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় নিজের স্বাক্ষর রাখতে বরাবরই দক্ষ তিনি। ফুটবল উন্মাদনায় যেখানে সারা বিশ্ব কাবু সেখানে বাদ যায়নি ঢাকাই চলচ্চিত্রের প্রিয়াঙ্কা জামানও।
বাংলাদেশি ফুটবলপ্রেমীরা প্রধানত ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত। যৎসামান্য ফ্রান্স,জার্মান কিংবা স্পেনের সমর্থক ও আছে এ দেশে।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে রম্যভূমি।নেটিজেনরা নিজের পছন্দের দলের সমর্থনে পোস্ট শেয়ার করেন।এক্ষেত্রে বাদ যান না তারকারাও। অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার পছন্দের দল আর্জেন্টিনার সমর্থনে আর্জেন্টাইন দলের জার্সি পরে শেয়ার করেছেন দারুণ এক মোহময়ী ছবি। ভক্ত-অনুরাগীরা অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই পোস্টের কমেন্ট সেকশনে।
এ বিষয়ে এনটিভি অনলাইন মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি।
এনটিভি অনলাইন মালয়েশিয়া : কবে থেকে আর্জেন্টিনা সমর্থন করেন ?
প্রিয়াঙ্কা জামান : আসলে এভাবে নিদিষ্ঠ করে বলা মুশকিল তবে অনেক আগ থেকেই পছন্দের দল আর্জেন্টিনা।
এনটিভি অনলাইন মালয়েশিয়া : প্রিয়দলের প্রিয় খেলোয়াড় কে বা কারা ?
প্রিয়াঙ্কা জামান : অবশ্যই মেসি সবার প্রথমে ।তাছাড়া সার্জিও এগ্যুয়েরোকেও আমার বেশ লাগে।
এনটিভি অনলাইন মালয়েশিয়া : আর্জেন্টিনা সমর্থনকে কেন্দ্র করে কোনো স্মরণীয় ঘটনা আছে ?
প্রিয়াঙ্কা জামান : তা আছে বইকি, ঢের আছে।বন্ধুমহলে এ নিয়ে প্রায়ই তর্ক জুড়ে দিই ।এ নিয়ে বললে শেষ হবে না। শেষাংশে বেশ মজার ছলেই বললেন আর্জেন্টিনা সমর্থক দলদের মন পরিষ্কার হয়। আশা করি এবার প্রিয় দল আর্জেন্টিনাই জিতবে।তাদের অভূতপূর্ব সাফল্য কামনা করি।
প্রিয়াঙ্কা ছাড়াও ফুটবল প্রেমের এই দাবাদাহে একাত্মতা প্রকাশ করেছেন বহু তারকারা। অপূর্ব, অপু, আসিফ,মৌসুমি জানিয়েছেন তাদের সমর্থিত দল ব্রাজিল।এদিকে হালের জনপ্রিয় ফেরদৌস, নিপূণ আর চঞ্চল আবার জানিয়েছেন তারা সমর্থন করছেন আর্জেন্টিনাকে।
ফুটবলের এ এক দারুণ উন্মাদনা চলছে ঢালিউডে।আগামী কালই নির্ধারিত হবে কাদের কুলে যায় এবারের কাপ ।