কানাডায় অনুষ্ঠিত হলো ‘রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫’

সম্প্রতি কানাডার মন্ট্রিয়লের পাঁচতারকা শেরাটন হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল তারকাবহুল এক গৌরবোজ্জ্বল সন্ধ্যা ‘সপ্নধরা প্রেজেন্টস রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫’। রং প্রোডাকশন ও অ্যাড পয়েন্টের ব্যবস্থাপনায় যৌথভাবে সম্পন্ন হয় আয়োজনটি। সঞ্চালনায় ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির এবং উপস্থাপিকা নীল হুরে জাহান।
রং প্রোডাকশনের কর্ণধার তানভীর আহমেদ উদ্বোধনী বক্তব্যে বলেন, এই সম্মাননা শুধু পুরস্কার নয়, প্রবাসে আমাদের সংস্কৃতির শক্তিশালী প্রতিনিধি। এবারের অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, ইচ্ছা এবং পারসা ইভানা। ‘বাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও পারসা ইভানা মঞ্চে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেন। মেহজাবীন চৌধুরী উপস্থাপিকার সঙ্গে মজার খেলায় অংশ নিয়ে পরিবেশকে করে তোলেন প্রাণবন্ত।
সঙ্গীত পরিবেশন করেন অ্যাশেজ ব্যান্ড, জনপ্রিয় কণ্ঠশিল্পী তোশিবা এবং সংগীত পরিচালক ও গায়ক প্রীতম হাসান। তাদের চমৎকার পরিবেশনায় গোটা বলরুম মুগ্ধ হয়ে ওঠে। তারকাবহুল অনুষ্ঠানে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। মঞ্চে মনোমুগ্ধকর আয়োজন ও সংগীতের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এ আয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, কেয়া পায়েল, অভিনেতা জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, উপস্থাপিকা নীল হুরে জাহান, কণ্ঠশিল্পী প্রীতম হাসান, অ্যাশেস ব্যান্ড, কণ্ঠশিল্পী তোশিবা, ডিজে রিজভী, পিয়াল, সাংবাদিক ও ২৪ আওয়ার বিডি পত্রিকার সম্পাদক ইমারত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী অজয় কুন্ড, আমজাদ হোসেন,লিটন আহমেদ(ইউএসএ),জনপ্রিয় ব্যক্তিত্ব সুকান্ত সুমন, আকাশ আহমেদ (ইউএসএ)।
এ আয়োজনে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফের হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া। উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান এই অভিনয়গুণীকে।
অনুষ্ঠানের শেষভাগে সিবিসিসিআই কো-চেয়ারম্যান(এক্সপো) সুকান্ত সুমন (কানাডা-ইপিবি ট্রেড এক্সপো-২০২৬) এর সময়সূচী ঘোষণা দেন এবং মন্ট্রিয়াল আয়োজক তানভীর আহমেদ ‘রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’ সময়সূচী ঘোষণা দেন যা আগামী বছর অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, উক্ত অনুষ্ঠান দেশের সংস্কৃতি ও আন্তর্জাতিক সংযোগকে আরও গভীর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক গর্ব, ঐক্য ও অনুপ্রেরণার এক নতুন অধ্যায় রচনা করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং আন্তর্জাতিক মানে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।