হিউম্যান হারমোনি কনফারেন্সে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছেন ডাঃ মোতাহার হোসাইন মুজাহিদ

মালয়েশিয়া প্রবাসী ডাঃ মোতাহার হোসাইন মুজাহিদ। ছবিঃ সংগ্রহ
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত হিউম্যান হারমোনি কনফারেন্সে অংশ নিতে মালদ্বীপের মালেতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী
ডাঃ মোতাহার হোসাইন মুজাহিদ।
আগামী ৯ অক্টোবর ২০২৫ মালদ্বীপের মালেতে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্স অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার পেনাং প্রবাসী ডাঃ মোতাহার হোসাইন মুজাহিদ।
আগামী ৮ অক্টোবর সকালে তিনি মালদ্বীপের উদ্দেশে রওয়ানা করবেন সেই সাথে মালদ্বীপে কনফারেন্সসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ, পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন শেষে ১২ অক্টোবর মালয়েশিয়াতে ফিরে আসবেন।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান, বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব ও সাংবাদিক গোলাম ফারুক মজনুর আমন্ত্রণে- সালাম মাহমুদ ও হাফিজ রহমানসহ বেশ কয়েকটি দেশের বিশিষ্ট ব্যক্তিত্বগন এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন।