বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্ভোধন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম ফুটবল টুর্নামেন্ট-২০২১
শুক্রবার (২০ অগাস্ট) বিকাল ৩ টায় নরসিংদীর রায়পুরার মরজাল ইউনিয়নে পূর্বপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত খেলাটি শুভ উদ্ভোধন করেন মরজাল ইউনিয়নের আওমীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
মরজাল ইউনিয়নের আয়োজনে উদ্বোধনী খেলায় ইউনাইটেড কিংস দল এতল্যাটিক মরজাল দলের মোকাবেলা করে। খেলায় ইউনাইটেড কিংস ১-০ গোলে জয়লাভ করে। পরে বিকাল ৫ টায় ব্রাদার্স ক্লাব দল মুক্তিযোদ্ধা সংসদকে মোকাবেলা করে। খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে জয় লাভ করে।
আগামী ৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবেন ইউনাইটেড কিংস বনাম মুক্তিযোদ্ধা সংসদ।ফাইনাল খেলায় মালয়েশিয়া থেকে ভার্চুয়ালী যোগ দিবেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়া আওয়ামী যুবলীগ কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সভাপতি,নরসিংদী জেলা রায়পুরা থানার মরজাল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সন্তান আল আমিন ডাঃ আবুল কালাম।