মালয়েশিয়ায় মৌমিতা বড়ুয়ার একক সংগীত সন্ধ্যা

মালয়েশিয়ায় শুভাগমন উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো চ্যানেল আই সেরাকণ্ঠের ও শাপলা কুড়ির জনপ্রিয় সংগীত শিল্পী মৌমিতা বড়ুয়া একক সংগীত সন্ধ্যা ।
রবিবার (১৩ নভেম্বর ) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিটবিনতানের ভিআইপি পিঠাঘরে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের আয়োজনে কণ্ঠশিল্পী মৌমিতার সংগীত সন্ধ্যা প্রান্তবন্ত হয়ে উঠে।
এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো মার্ক অলরাউন্ডার এর চ্যাম্পিয়ান ও মালয়েশিয়া ইউনিতেন শিক্ষার্থী বিপা রহমান এর উপস্থাপনায় ও এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক মোঃ হুমায়ুন কবির।

দেশের বিখ্যাত জনপ্রিয় গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন মৌমিতা বড়ুয়া। পরে এনটিভি দর্শক ফোরামের অনুরোধে অনেক জনপ্রিয় গান পরিবেশন করেন মৌমিতা। গান শেষে এসকে শাওন কাব্য ও প্রজাতি সাথী নাচে দর্শকরা মুগ্ধ হউন। মৌমিতা বড়ুয়া ২০১৭ সালে গানের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ‘চ্যানেল আই সেরা কণ্ঠে’র মাধ্যমে গানের জগতে পা রাখেন। তারপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।