মালয়েশিয়ায় এনটিভির ইফতার মাহফিলে মিজানুর রহমান আজহারি

দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের পর মালয়েশিয়া সরকারের এসওপি মেনে করোনার এই ক্রান্তিকাল সময়ে পবিত্র মাহে রমজানে আমল ও দান-সদকা সম্পর্কে বয়ান করলেন তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েখ মিজানুর রহমান আজহারী। এই সময় তিনি আয়াত “ইয়া-আইয়ুহাল্লাযিনা আ-মানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লায়াল্লাকুম তাত্তাকুন” এই আয়াতের উপর বিশদ আলোচনা করেন।
স্থানীয় সময় রোববার ( ১৮ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন আজহারির মাহফিলে মালয়েশিয়া সরকারের কঠোর বিধিনিষেধ থাকায় প্রবাসীদের সামাল দিতে স্বেচ্ছাসেবীরা কাজে করেন। এসওপি মানার কারণে আজহারির বয়ান শুনতে হলে ঢুকতে না পেরে অনেকেই মিজানুর রহমান আজহারিকে একনজর দেখার অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন।

এসময় তিনি রমজানে করনীয় সম্পর্কে বলেন, পবিত্র মাহে রমজান হলো আমাদের জন্য রহমতে ভরপুর পবিত্র মাস। রহমত, মাগফিরাত, নাজাত ও বরকতপূর্ণ এই মাসে মহান আল্লাহ রহমতের দরজাগুলো তাঁর নেক বান্দাদের জন্য খুলে দেন। মাহে রমজানে কোনো বান্দা যদি ওমরাহ পালন করে, তবে সে হজের সমান সওয়াব পাবে। রোজার সার্বিক গুরুত্ব অপরিসীম এর মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়। ফলে মানুষ বিভিন্ন পাপাচার থেকে দূরে থেকে সৎ কাজের প্রতি ধাবিত হয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, রোজার এ মহান শিক্ষাকে উপলব্ধি করা। তাই রোজার প্রতি সবারই যত্নবান হওয়া অপরিহার্য। এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার জন্য গুনাহ মাফের এবং দোযখের আগুন থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান।
এছাড়া সদকা বা দান সম্পর্কে তিনি বলেন, এ মাসে বান্দা যত আমল করবে তার পরকালীন ভাণ্ডার ততই সমৃদ্ধ হবে। রমজানের অন্যতম আমল দান-সদকা। গরিব-দুঃখী মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ রোজা ফরজ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এ কল্যাণ তখনই অর্জিত হবে যখন রোজাদার দানের হাত প্রসারিত করবে। যারা প্রাচুর্যের মাঝে জীবনযাপন করেন তারা সারাবছর ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা না বুঝলেও রমজানে কিছুটা বোঝেন। এই বোঝা তখনই সার্থক হবে যখন তারা গরিব-অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

মানব জীবনে তাকওয়ার গুরুত্ব দিয়ে বলেন, তাকওয়ার ফলাফল দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই খুব সুদূরপ্রসারি। তাকওয়াই হচ্ছে ওই বস্তু, যা মানুষকে আল্লাহ তায়ালার যেকোনো হুকুম পাবন্দীর সঙ্গে মেনে চলতে বাধ্য করে। মানুষের ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সুষ্ঠু ও সুন্দর জীবন যাপনের চালিকা শক্তি হচ্ছে তাকওয়া। সুতরাং হাতে যে দিনটি আছে সেটিকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে তাকওয়ার শীর্ষচূড়ায় আরোহণ করিয়ে করে তুলতে হবে উন্নততর, মহত্ত্বতর পবিত্রতর।
প্রসঙ্গত করোনা আসার পর এটিই ছিলো তার জনসম্মুখে প্রথম মাহফিল।এর আগে ২০১৯ সালে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ সভাপতি ও এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক এম. ফরহাদ হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এতে সভাপতিত্ব করেন এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন।

ইফতার পূর্বে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত রোগিদের সুস্থতা, মরহুমদের রুহের মাগফেরাত কামনা ও দেশ এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কল্যাণার্থে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির সাফল্য, এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী এর সুস্বাস্থ কামনায় দোয়া করা হয়।