মালয়েশিয়ায় ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ায় "ফাস্ট কার্গো আইআইইউএম প্রীতি ফুটবল ম্যাচ -২০২২" অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ০৯ টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে'র সায়্যিদিনা হামজা স্টেডিয়াম মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাস্ট কার্গো আইআইইউএম ফুটবল প্রীতি ম্যাচে এশিয়ার ৫টি দেশের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এশিয়া একাদশ ও আইআইইউএম বাংলাদেশি শিক্ষার্থীরা এই প্রীতি ম্যাচে অংশ গ্রহণ করে। এশিয়ার ৫টি দেশ হলো ভারত ,পাকিস্তান ,আফগানিস্তান ও মালয়েশিয়া।
প্রীতি ম্যাচে এশিয়া একাদশের শিক্ষার্থীদের হারিয়ে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে'র বাংলাদেশী শিক্ষার্থীরা ৪-৩ গোলে জয় লাভ করে।
বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, মাহবুব আলম শাহ।এই সময় উপস্থিত ছিলেন ফাস্ট কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান ও পরিচালক শাহ মাহমুদ।

মালয়েশিয়া প্রবাসী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখার স্বার্থে বিভিন্ন ধরনের খেলাধুলার ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পরামর্শ দেন মাহবুব আলম শাহ । শ্রান্তি-বিনোদনের এ সকল আয়োজন শুধু আনন্দ প্রদান নয়, নিজেদের মধ্যে ও মালয়েশিয়ায় সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির মত প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি ও এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান প্রীতি ম্যাচ সুন্দরভাবে সফল করার জন্য প্রবাসী শিক্ষার্থী ও প্রীতি ম্যাচের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রীতি ম্যাচে টাইটেল স্পনসর ছিলেন মালয়েশিয়া স্বনাম ধন্য কোম্পানি ফাস্ট কার্গো ও মিডিয়া পার্টনার ছিলেন দর্শক নন্দিত চ্যানেল এনটিভি। খেলাটি আয়োজন করেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কমিউনিটি।