মালয়েশিয়ায় সর্বাধিক পরিচিত মুখ সাংবাদিক কায়সার হামিদ হান্নান
পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া দেশি কর্মীর পাশাপাশি বিদেশি কর্মীর ওপর নির্ভরশীল একটি দেশ। এই দেশটির সরকার বিগত এক দশক ধরে নানা চেষ্টা চালিয়েছে বিদেশি শ্রমিক নির্ভরতা কমানোর জন্য। এই চেষ্টাকালীন সময় মালয়েশিয়ার শীর্ষ নেতারা নানা সময় আক্ষেপ করে বলেছেন ' মালয়েশিয়ান তরুণসমাজ কর্মে অলস, তাই বিদেশি কর্মী ছাড়া দেশের শিল্পকারখানায় উৎপাদন সচল রাখা সম্ভব নয়, উন্নয়নমূলক নির্মাণ কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
শেষ পর্যন্ত মালয়েশিয়া বিদেশি কর্মী নির্ভর দেশ হিসেবেই রইলো- যা আমাদের বাংলাদেশের জন্য তথা বাংলাদেশিদের জন্য মঙ্গলজনক। কারণ মালয়েশিয়া বাংলাদেশের জন্য বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। প্রায় দশ লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় নানা কাজে নিয়োজিত।
তাঁরা প্রতিমাসে পাঠাচ্ছেন রেমিট্যান্স। সমৃদ্ধ করে চলেছেন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মালয়েশিয়ায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা এ-দেশে থাকতে-থাকতে এ-দেশের ভাষা-সংস্কৃতির সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। এর প্রধান কারণ বাংলাদেশের তরুণেরা সহজেই মালয়েশিয়ার ভাষা শিখে নেন। ধর্মে-কর্মে মিলে যায় মালয়েশিয়ার ভূমিপুত্রা মালায়ূদের সাথে। পরিশ্রমী বাংলাদেশিদের ভালোবাসেন চাইনিজ, তামিলেরাও।
মালয়েশিয়ার মানুষদের সাথে যতোই সখ্যতা গড়ে উঠুক তারপরও আমাদের হৃদয়জুড়ে বাংলাদেশ। প্রাণে সদা-জাগ্রত বাংলাদেশপ্রেম। বাঙালি কৃষ্টি সংস্কৃতি প্রবাসেও ধারণ করেন প্রতিটা বাঙালি। তাই তো প্রবাসে বাঙালির প্রধান উৎসব পহেলা বৈশাখ, বাংলাদেশের গৌরবের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি সহ প্রাণের সব উৎসব-অনুষ্ঠান ঘটা করে উদযাপন করে বাংলাদেশিরা।
আর প্রবাসে বাঙালির নানা উৎসব উদযাপনের খবর দেশের নানা মিডিয়ায় প্রচার-প্রকাশ করার কাজে নিয়োজিত আছেন বেশ কয়েকজন প্রবাসী সাংবাদিক। বিগত এক দশকে মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে। আমি বলবো সেটা ভালো দিক। খারাপ কিছু ব্যাপারও আছে বা থাকতে পারে। তবে ভালোর দিকটা বেশি বলা যায়। প্রবাসী সাংবাদিকদের কল্যাণে আজ প্রবাসী বাংলাদেশিদের খবরাখবরও মূহুর্তের মধ্যে জানা যাচ্ছে। প্রবাসের তাজা খবর চলে আসছে ইলেকট্রনিকস মিডিয়া, অনলাইন ও প্রিণ্ট মিডিয়ায়।
মালয়েশিয়ায় এখন যাঁরা সাংবাদিকতার সাথে জড়িত তাঁদের মধ্যে প্রথম দিককার একজন কায়সার হামিদ হান্নান। প্রথম দিকে দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল 'বাংলানিউজে' মালয়েশিয়া প্রতিনিধি পরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন আন্তরিকতার সাথে। সেখানে বেশ কয়েকবছর কাজ করার পর যোগ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি'তে। এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন ২০১৬ সাল থেকে। বাংলানিউজ, এনটিভি ছাড়াও লিখেছেন দেশের আরো কয়েকটি পত্রিকায়।প্রবাসেও সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা।
প্রবাসীদের খবর সংগ্রহের জন্য কায়সার হামিদ হান্নান মালয়েশিয়ার নানা প্রদেশ ঘুরেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটিতে সবচেয়ে বেশি পরিচিত যে সাংবাদিক তাঁর নাম- কায়সার হামিদ হান্নান। মালয়েশিয়ায় প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাধারণ শ্রমিক, প্রবাসী শিক্ষার্থী সহ সর্বমহলে একনামে পরিচিত সাংবাদিক হান্নান।
তিনি সর্বদা নিরলস প্রচেষ্টা চালান সাংবাদিকতা পেশায় উৎকৃষ্টতা অর্জনে। চেষ্টা করেন প্রবাসীদের পাশে থাকার, ভালোকিছু করার। প্রবাসী শিক্ষার্থীদের সাথেও দারুণ সম্পর্ক সাংবাদিক হান্নানের। মালয়েশিয়ার অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় তাঁর - প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের নানা খবর সংগ্রহের জন্য। অনেক সময় তাঁর মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের নানা খবরাখবর পেয়ে থাকি। তাঁর মাধ্যমেই উচ্চ শিক্ষার্থীদের সাথে সেতুবন্ধন হয় প্রবাসী সাংবাদিকদের।
চাঁদপুর জেলার হাজীগঞ্জের সন্তান হান্নান মালয়েশিয়ায় আছেন প্রায় একযুগ ধরে। টানা একযুগ মালয়েশিয়ার আলো-বাতাস গায়ে মেখে প্রবাসে নানা সংগ্রাম করে বেঁচে থাকলেও হৃদয়জুড়ে তাঁর বাংলাদেশ। ভালোবাসেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের। কায়সার হামিদ হান্নান মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রথম সংগঠন 'বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়া'র সাথে যুক্ত আছেন সংগঠনটির জন্ম থেকে। যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে বর্তমানে প্রেস ক্লাবের সহ সভাপতি পদে আছেন।
৩০ নভেম্বর গেলো মালয়েশিয়া প্রবাসীদের প্রিয়মুখ সাংবাদিক হান্নানের জন্মদিন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ও বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে জানাই জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা। শুভ জন্মদিন- কায়সার হামিদ হান্নান।
লেখক : সাংবাদিক-প্রাবন্ধিক ও কলাম লেখক। সহ-সভাপতি, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়া।