‘ব্ল্যাক লাইট’ সিনেমা দিয়ে পথচলা শুরু আফ্রিনা আজাদের
বর্তমান প্রজন্মের আলোচিত তরুণ মডেল ও অভিনেত্রী আফ্রিনা আজাদ। প্রাচ্যনাট্য থিয়েটার মাধ্যমে মিডিয়া জগতে পথচলা তার। অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে চান তিনি। নবাগতা অভিনেত্রী হিসেবে পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আফ্রিনা। এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজুর ছবি ‘ব্ল্যাক লাইট’ এ চুক্তিবদ্ধ হয়েছেন আফ্রিনা আজাদ। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে তার। সাম্প্রতিক সময়ে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। গত ২৪ অক্টোবর থেকে কক্সবাজারের শুরু হয়েছে ছবিটির শুটিং। টানা ৬ দিন শুটিং শেষে ৩০ অক্টোবর ঢাকাই ফিরেছেন ‘ব্ল্যাক লাইট’ সিনেমার টিম।
এ সম্পর্কে আফ্রিনা আজাদ বলেন, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার। চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্ন পূরণ হচ্ছে এবার। অভিষেকেই ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরেছি এটাই আমার বড় পাওয়া। নিজ দক্ষতা এবং অভিনয়ের মাধ্যমে সবার পছন্দের একজন শিল্পী হতে চাই। ছবিটি নিয়ে আশাবাদী।
তিনি আরও বলেন, ভিন্নধর্মী ভালো গল্পের নিরীক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে আগ্রহী। একই সঙ্গে বাণিজ্যিক ও গল্পনির্ভর সব ধরনের সিনেমাতেও আমি নিয়মিত অভিনয় করে যেতে চাই। সব সময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই।
একটা নির্দিষ্ট গন্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম তাই নিজেকে বারবার ভাঙে গড়তে আপত্তি নেই। ‘ব্ল্যাক লাইট’ সিনেমায় আফ্রিনা আজাদ ছাড়াও আরও অন্যান চরিত্রে অভিনয় করছেন আইরিন সুলতানা, রাহা তানহা খান, আবু হেনা রনি, সাইফ চন্দন সহ আরও অনেকেই ।
পরিচালক রিয়াজুল রিজু বলেন, আমার প্রথম ছবি ছিল ‘বাপজানের বায়োস্কোপ’। যেটি দর্শক মহলে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিল। এই চলচ্চিত্রের পর ভিন্নধর্মী আরেকটি ছবি নিয়ে হাজির হচ্ছি। (২৪ অক্টোবর) থেকে কক্সবাজারের ক্যামেরা ওপেন করেছি, সেখানে একটানা শুটিং করেছি ৬ দিন। এরপর আগামী মাসে দ্বিতীয় লটের শুটিং শুরু করার পরিকল্পনা আছে। এখানে নবাগত আফ্রিনা আজাদকে ভিন্নভাবে উপস্থাপন করেছি। আশা করি দর্শকের নতুন সিনেমাটি ভালো লাগবে।