মালয়েশিয়ার এনজিও সংস্থা হাতি নূরানী সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

মালয়েশিয়ার স্বনামধন্য এনজিও সংস্থা হাতি নূরানী সাথে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ডিডেকটিভ নিউজ সোসাইটির চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
বুধবার বিকালে মালয়েশিয়ার সেনতুলের হাটি নূরানীর নিজস্ব কার্যলয়ে ঘরোয়া পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি পত্রে স্বাক্ষর করেন মালয়েশিয়ার এনজিও সংস্থা হাতি নুরাইনির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বলমিন্দার সিং ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ডিডেকটিভ নিউজ সোসাইটির জেনারেল সেক্রেটারি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ডাঃ মিজানুর রহমান।
উল্লেখ্যেযে, এই দুই সংস্থার মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরী হওয়া সেই সাথে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের স্বার্থে এই সংস্থা কাজে আসবে বলে তারা জানান।
চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট রাশেদ বাদল ,শেখ নয়ন ,মাসুদ খান সাগর,মনিরুল ইসলাম ,আব্দুল মাজেদ ,ইকবাল প্রমুখ।