ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে মিউজিক ভিডিও ‘কবিতা’

আবিদ কবিতা লিখতে পছন্দ করেন। কবিতা জুড়েই প্রীতিলতার বসবাস। প্রীতিলতা প্রতিনিয়ত স্থান করে নিতে থাকে আবিদ এর জীবনে। এভাবেই চরিত্রকে ভালবেসে ফেলে আবিদ।
ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব এ মুক্তি পেতে যাচ্ছে তরুন নির্মাতা মোহাম্মাদ রবিন এর চিত্রনাট্য ও পরিচালনায় “কবিতা” মিউজিক ভিডিওটি। গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন বাধন শুভ্র।
সাভার এর কয়েকটি মনোরম পরিবেশ এ গানটির শুটিং সম্পন্ন করা হয়েছে। মিউজিক ভিডিওটি’র সিনেমাটোগ্রাফি করেছেন সৈয়দ আহাদ। মিউজিক ভিডিওতে অভিনয় করছেন তুষার সোহাগ এবং নাইমা সুলতানা।
এই প্রসঙ্গে মোহাম্মাদ রবিন বলেন, ‘এর আগেও বাধন শুভ্র’র কথা সুর ও কণ্ঠে এবং আমার পরিচালনায় মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। বিশেষ করে এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদি। কারণ আমার টিম এর প্রতিটি মেম্বার অনেক পরিশ্রম করেছে। আশা করছি তরুণ-তরুণী বেশ উপভোগ করবে গানটি।