ঈদুল আয্হায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/14/laki.jpg?itok=4o-cXn6U×tamp=1657816792)
পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার নরসিংদী জেলা রায়পুরা উপজেলার মরজাল কেএমবি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের এ টিম বনাম বি টিম এর মধ্যকার খেলায় উভয় ১ - ১ গোলে ড্র করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার নেত্রী লায়লা কানিজ লাকি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,মালয়েশিয়াস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও কুয়ালালামপুর মহানগর শাখা আওয়ামী যুবলীগের সহসভাপতি আল আমিন ডাঃ আবুল কালাম উপস্থিত দর্শকসহ কলাকুশলীবৃন্দের সবাইকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম স্পোটিং ক্লাব এর পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।