সক্ষমতা অর্জনে বিডিআরসিএস’র ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দেশব্যাপী রেড ক্রিসেন্টের জেলা ও সিটি ইউনিটগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সোসাইটির কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করতে ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট-এর উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনফারেন্স হলে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সাংসদ আরমা দত্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র উপ মহাসচিব রফিকুল ইসলাম, ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাজমা পারভীন, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং সুইস রেডক্রসের ডেপুটি হেড অব ডেলিগেশন সঞ্জীব বিশ্বাস।
সুইস রেড ক্রসের সহযোহিতায় সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে সোসাইটির ৬৮টি ইউনিটের সম্মানিত সচিব এবং ইউনিট লেভেল কর্মকর্তারা পর্যায়ক্রমে মোট চারটি ব্যাচে অংশ নিয়েছে।