কোরবানি ঈদের ৭ নাটকে প্রিয়াঙ্কা জামান
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/25/prianka_0.jpg?itok=LFb4pyOZ×tamp=1687714014)
সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা প্রিয়াংকা জামান। নাটক ও সিনেমা দুই জায়গাতেই সমান তালে কাজ করছেন। খুব শিগগিরই বেশ কয়েকটি নাটক -সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বলে জানালেন তিনি। গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মহলে আলোচনায় এসেছেন তিনি। বছরজুড়েই গল্পনির্ভর নাটক-সিনেমায় তার দেখা মেলে। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৭টিরও বেশি নাটকে কাজ করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে ধারাবাহিক নাটক মুক্তাদির ইবনে সালাম'র “গেম”, ফজলুল হক'র “ভাইরাল গ্রাম”, আশরাফুল আলম বাবলু'র “পরী তুমি কার”, মারুফ আহমেদ খান রিজভী'র “কখনো এমন হয়” সহ আরো বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। সবগুলো নাটকই এবার দেশের টিভি চ্যানেল সহ ইউটিউবে পাওয়া যাবে।
নাটকগুলো প্রসঙ্গে প্রিয়াংকা জামান বলেন, তীব্র তাপদাহ গরমের মধ্যে শুটিং করতেছি, আমরা শিল্পীরা অনেক কষ্ট করে কাজ করি। ক্যামেরার পিছনের গল্পের মধ্যে অনেক গল্প থাকে, দর্শকদের প্রতি অনুরোধ, আমাদের কাজ প্রকাশ পাওয়ার পর কাজ দেখে প্রশংসা করা উচিত। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো মানের বিনোদন দেখতে আজেবাজে মন্তব্য না করে ভালো ভালো মন্তব্য করা, এতে আমাদের সামনে আরো কাজ করতে আগ্রহ বাড়বে।
বরাবরের মতো এই ইদেও আমার বেশ কিছু নাটক, বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সব মিলিয়ে ৭ টিরও বেশি নাটকে এবার ঈদে আমাকে দেখা যাবে। এটা সত্যিই আমার জন্য খুব খুবই আনন্দের বিষয়। দর্শক আমাকে অনেক ভালোবাসেন, তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। সকলের কাছে অনুরোধ আমার অভিনীত নাটক দেখবেন এবং বাংলা নাটকের সাথে থাকবেন। প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবে। এই ঈদ আনন্দময় করতে অসংখ্য নাটক উপহার দিচ্ছি দর্শকদের। আশা করি এই ঈদে দর্শকরা ভরপুর বিনোদন পাবে।