করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২ : মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর
মালয়েশিয়ায় আজ নতুন ৭৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ২২ হাজার ৯৫৭ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৯ জন।
নতুন করে সুস্থ্য হয়েছেন ৫৮০ জন। এই পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৯৩১ জন। আক্রান্তদের মধ্যে ৮ জন বাইরে থেকে আসা বাকি ৭২৪ জন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের।
আজ বুধবার ( ২১ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. নূর হিশাম এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩২ জনের মধ্যে ৫৩৫ জন সাবাহ প্রদেশের, সারওয়াক ০ জন , কেদাহ রাজ্যের ৭ জন, পেনাং ১২ জন , জোহর ০ জন । অন্যদিকে সেলাঙ্গরে ১১৬ জন, লাবুয়ানে ৯ জন, কুয়ালালামপুরে ২৬ জন, পেরাকে ৭ জন , নেগারি সেম্বিলানে ৯ জন , পুত্রাজায়া ৬ জন, মেলাকা ৩ জন, তেরেঙ্গানু ০ জন , পাহাং ১ জন , কেলান্তান ১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে করোনার ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে ১৪ অক্টোবর থেকে দুই সপ্তাহের জন্য ফের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) ঘোষণা করেছে দেশটির সরকার।
তাছাড়া করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মালয়েশিয়ার সাবাহ প্রদেশসহ কুয়ালালামপুরের পার্শ্ববর্তী তিনটি ইমিগ্রেশন বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ায় কোভিড -১৯ এর বিস্তার বন্ধ করার লক্ষ্যে ৯৩ টি স্থানে রোড ব্লক বসানো হয়েছে।