মালয়েশিয়ার কেদাহ প্রদেশে পাচারের শিকার ১৩ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় পাচারের শিকার ঘরে বন্দি ১৩ বাংলাদেশিসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে একটি ঘর থেকে উদ্ধার করে কুলিম জেলা পুলিশের কার্যালয় নিয়ে আসা হয়।
কুলিম জেলা পুলিশ সুপার আজহার হাশিম বলেন,মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার পাদাং সেরাইয়ের একটি দ্বিতল বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে।
তিনি আরও বলেন উদ্ধার হওয়াদের মধ্যে তিন দেশের নাগরিকদের পাওয়া গেছে। যথাক্রমে- পাকিস্তানের ৭, বাংলাদেশের ১৩ ও ভারতের ৮ জন। যাদের বয়স আনুমানিক ২১ থেকে ৪৪ বছর। উদ্ধার হওয়াদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিলো না বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার আজহার বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাদেরকে কুয়ালালামপুর থেকে অস্থায়ী হিসাবে ঐ বাড়িতে রাখা হয়েছে। তাদেরকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে এ বাড়িতে রাখা হয়। পুলিশ প্রায়ভেট কারের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ২৮ জন বিদেশি অভিবাসীদের উদ্ধারের ঘটনায় মানবপাচার চোরাচালান আইনের ২০০৭ এর ৪৪ ধারায় তদন্ত শুরু করেছে।