করোনা ছড়ানোর দায়ে মালয়েশিয়ায় ভারতের এক নাগরিকের কারাদণ্ড
হোম কোয়ারেন্টাইনের নীতিমালা ভেঙে বাইরে বের হয়ে আরও কয়েক জনকে নভেল করোনাভাইরাসে সংক্রমিত করার দায়ে ভারতের এক নাগরিককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ান আদালত।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ৫৭ বছর বয়সী ওই প্রবাসী কেদাহ প্রদেশে একটি রেস্টুরেন্টের মালিক। জুলাই মাসে ভারত থেকে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেননি তিনি। এরপর ‘কয়েক ডজন’ মানুষকে নতুন ভাইরাসটিতে সংক্রমিত করেন। তার বিরুদ্ধে স্থানীয় আইনের চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
আলোর সেতার ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে ১২ হাজার রিঙ্গিত জরিমানাও করেছে।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ১২৯ জন মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সেরে উঠেছেন ৮ হাজার ৮২১ জন। মারা গেছেন ১২৫ জন।