মানবপাচার ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় মানবপাচার রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দেশটি। পাশাপাশি ভূখন্ডে অবৈধ প্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে দেশটির সরকার।
সম্প্রতি মালয়েশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় লঙ্কাওয়ি দ্বীপের কাছে একটি ক্ষতিগ্রস্ত নৌকা থেকে ২৬৯ রোহিঙ্গাকে আটক করার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে মালয়েশিয়ায় মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় পুলিশ ও সশস্ত্র বাহিনীর প্রায় ডজনখানেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।
মানবপাচারকারী সিন্ডিকেট ও তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে ১৯ জুন পুলিশ মহাপরিদর্শক তানশ্রী আবদুল হামিদ বদর জানিয়েছেন।
আবদুল হামিদ বলেছেন, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সিন্ডিকেটের সাথে জড়িত থাকায়, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন এবং সশস্ত্র বাহিনীর প্রধান জে: তান শ্রী আফেন্দি বুয়াংকে বিষয়টি অবগত করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, জোহর পুলিশ ২০১৭ সাল থেকে একাধিক মানবপাচার সিন্ডিকেটকে সহায়তা করছে বলে ধারণা করা হয়েছে এমন ১৮টি প্রয়োগকারী কর্মীকে ১৫ থেকে ১৮ জুনে পরিচালিত একটি বিশেষ অভিযানে এদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।