প্রবাসে সফল অভিবাসন আইনজীবী শেখ সালাহউদ্দিন আহমেদ

অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ একজন অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশী মানুষরদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একটি নাম । মুঠোফোনে একান্ত আলাপচারিতায় এনটিভি অনলাইনের কাছে কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ ।
বেড়ে ওঠা :
কর্মজীবনে সফল এই আইনজীবীর জন্ম বহমান পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের পাশের জেলা মাদারীপুরে।হাজি মোহাম্মদ শরীয়তউল্লাহর জন্মভূমি শিবচর তাঁর উপজেলা।
ছাত্ররাজনীতি :
কলেজে পড়া অবস্থায় শেখ সালাহউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ছাত্ররাজনীতিতে। শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন সামনে থেকে।

একজন আইনজীবী শেখ সালাহউদ্দিন আহমেদ :
একজন সফল আন্তর্জাতিক কোম্পানি ও অভিবাসন আইন বিশেষজ্ঞ শেখ সালাহউদ্দিন আহমেদ নিজেকে আইনজীবী পরিচয় দিতেই বেশি ভালোবাসেন।
রাজনীতিক-কলামিস্ট :
ছাত্ররাজনীতির পথ ধরেই একবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন শেখ সালাহউদ্দিন আহমেদ । এরপর আর তিনি রাজনীতিতে সক্রিয় নন । পাশাপাশি তিনি একজন সফল কলামিস্ট। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন।তাঁর লেখনীতে মানবাধিকারের বিভিন্ন বিষয় উঠে এসেছে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত টকশো করেন ।
প্রবাসে আইনি সেবা :
এনটিভি অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় অভিবাসন আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বর্ণনা করেন প্রবাসীদের দুঃখ-কষ্টের কথা। এ সমস্যার কথা মাথায় রেখে তিনি প্রবাসীদের বিভিন্ন সময়ে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন ।
অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন বলেন, প্রবাসে প্রত্যেক বিদেশিকে আইনকানুন মেনে চলা উচিত এবং সে দেশের মানুষকে শ্রদ্ধা করা উচিত। তিনি বলেন, প্রবাসে আইন সবার জন্য সমান। কিন্তু অনেক প্রবাসী এখনো আইনের বাস্তব প্রয়োগ জানেন না। এই আইনকানুন না জানার বা না বুঝার কারণে অনেক বাংলাদেশিকে পদে পদে ঠকতে হচ্ছে। অসহায়ভাবে যেমন দিন কাটাচ্ছেন, তেমনি প্রতারণারও শিকার হচ্ছেন তাঁরা’ বলেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
অভিবাসন আইনে বিশেষজ্ঞ শেখ সালাহউদ্দিন বলেন, বিভিন্ন দেশ ঘুরে তিনি অভিবাসন ও কোম্পানিআইন বিষয়ে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে আইনের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশে তার আইনজীবী বন্ধুদের সহযোগিতায় তিনি যে কোনো সমস্যায় জর্জরিত প্রবাসীদের আইনগত যে কোন ধরনের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
কানাডা , যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস :
অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন বলেন, সারা দুনিয়ায় যখন চলছে অস্থিরতা, তখন পৃথিবীর শান্তিপূর্ণ দেশের প্রতিনিধিত্ব করছে কানাডা , যুক্তরাজ্য , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।এই দেশগুলোতে নিরাপদে স্থায়ী বসবাস , কাজ ও পড়াশুনা করা আগের তুলনায় অনেকটাই সহজ , তবে অনেকেই না জেনে পা বাড়াচ্ছেন ভুল পথে। সঠিক পথে সহজেই যাঁরা কানাডা , অস্ট্রেলিয়া , যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে বসবাস করতে চান, তাঁদের তিনি আইনী পরামর্শ দিয়ে থাকেন । আপনারা যেকোন বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : 01976549944 (whats app ) , ইমেইল : advsheikhsalahuddin2018@gmail.com
অভিবাসন আইন বিষয়ে অভিজ্ঞতা ও ভুক্তভোগীদের আইনগত সহযোগিতা :
বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ ইউরোপ, আমেরিকা, কানাডা , যুক্তরাজ্য , অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশে অবস্থান করছে।প্রতিদিন বিপুল সংখ্যায় লোক বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। বিদেশ যাওয়া ও বিদেশে অবস্থানকারী দেশের বড় একটি জনগোষ্ঠী অভিবাসন নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। অভিবাসনের এই বিষয়গুলো অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করছেন । এরই মধ্যে আন্তর্জাতিক কোম্পানি ও অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আবেদনকারীদের সঠিক পরামর্শ দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করছেন তিনি।
একজন মানবাধিকারকর্মী শেখ সালাহউদ্দিন :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ সালাহউদ্দিন নিজেকে একজন মানবাধিকারকর্মী হিসেবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন । এ ছাড়া তিনি " সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরাম" ও "নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন" এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন ।
লেখক :
শেখ সালাহউদ্দিন আহমেদ আইন ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কলামের সংকলিত কয়েকটি বই প্রকাশিত হয়েছে।২০১৫ সালে ‘সময়ের ভাবনা’ বইটি পাঠকমহলে বেশ আলোচিত হয়েছে। এরপর প্রতি বছর বইমেলায় সময়ের ভাবনা সিরিজ আকারে ধারাবাহিকভাবে বের হচ্ছে।