মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভি মালয়েশিয়ার ভার্চুয়াল কনসার্ট

বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উদ্যোগে ভার্চুয়াল কনসার্টের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ কনসার্টটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮ টা ও মালয়েশিয়া সময় রাত ১০ টায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে এনটিভি’র অফিসিয়াল ফেসবুক পেজ ও এনটিভি মালয়েশিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে।
ভার্চুয়াল কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী ইমরান, ক্লোজআপ ওয়ান খ্যাত এইচ এম রানা, আলীনুর নিপু, এইচ এম রানা, আনিসা বিনতে আব্দুল্লাহ, মার্জিয়া মহুয়া ও সাইফ শুভ।

এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান বলেন, ‘আমরা বিশেষ দিবস ও জাতীয় দিবস গুলোতে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। এবার করোনা মহামারীর কারণে প্রোগ্রামগুলো করতে পারছিলাম না। তখনই ভার্চুয়ালি প্রোগ্রাম করার চিন্তা করি। ইতিমধ্যেই বেশ কিছু প্রোগ্রাম ভার্চুয়ালে সফল ভাবে করতে পেরেছি। আশাকরি এই প্রোগ্রামটিও সফলভাবে করতে পারবো। এক্ষেত্রে আপনাদের সহযোগীতা একান্তভাবে কাম্য’।
আখি মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন ড. লুবনা আলম।