শাকিলাকে বাঁচাতে হলে প্রয়োজন ১৫ লাখ টাকা,প্রবাসীদের কাছে পরিবারের সহায়তা কামনা

শাকিলা জামাল নাবিন মরণব্যাধি করোনায় আক্রান্ত। তাছাড়া তার ফুসফুসের প্রায় ৭০ ভাগ অকেজো হয়ে পড়েছে এবং মারাত্মকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার নাবিস্কোতে অবস্থিত ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তার লিভারে ও রক্তে ইনফেকশনসহ ২৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর এখন বাসায় মৃত্যু সাথে পাঞ্জা নড়ছেন। বর্তমানে তার ফুসফুসের টিউমার দেখা দিয়েছে যেখানে ক্যান্সারের ভাইরাস পাওয়া গিয়েছে। এ অবস্থায় চিকিৎসক খুব দ্রুত কেম থেরাপি দিতে বলেছেন।
শাকিলা জামাল নাবিনের স্বামী সাইফুল আকাশ এনটিভি অনলাইনকে জানান, ইতোমধ্যেই প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা আমি, আমার বাবা-মা এবং বন্ধু-বান্ধবের সহায়তায় হাসপাতালের বিল পরিশোধ করেছি। এখন বর্তমানে পরবর্তী চিকিৎসা খরচ পরিচালনা করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। করোনাকালীন সময়ে কোথাও চাকুরিত করতে না পেরে আমি এখন আর্থিকভাবে ভেঙ্গে পড়েছি। বর্তমানে চিকিৎসা করার মত অবস্থা আমার নেই।
নিয়মিত ডাক্তারের চেকআপ, ফুসফুসের অপারেশান এবং কেমথেরাপিসহ যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাজে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। যা খুব দ্রুত যোগাড় করতে হবে। চিকিৎসা দেরি হওয়াতে আমার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিনদিন।তাই নিরুপায় হয়ে পরিবার পরিজন ও প্রবাসী ভাইদের প্রতি সহায়তটা চাচ্ছি । সবার সহযোগিতা বাঁচতে পারে আমার স্ত্রী প্রাণ।এই করোনা কালীন সময়ে আমি যখন ত্রাণ সামগ্রী বিতরন করেছি। আমার স্ত্রী পাশে থেকে তা বিতরন করেছে।সকল ভালো কাজে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছে। আজ আমার প্রিয় মানুষটি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। সবার প্রতি আকুল আবেদন আমার স্ত্রীকে বাঁচান।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা - Contact Number: +880 1718 174 667, Please spread your co-operation at Bkash personal- +880 1718 174 667,Nagad personal- +880 1718 174 667,Bkash Personal - +880 1684 575 146 ,Bkash Personal - +880 1675 715 733
Bank Account Details- Mohammad Shaiful Islam ,110.101. 0133 412 Dutch Bangla Bank Limited ,Dhanmondi Branch Branch code: 110 ,Swift Code: DBBLBDDH110 ,Routine Number: 090261183