মালয়েশিয়ায় এনটিভির ফুটসাল টুর্ণামেন্ট ১৯ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফুটসাল টুর্ণামেন্টের আসর বসতে যাচ্ছে। আগামী ১৯ ডিসেম্বর রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
এ সময় টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের বিভিন্ন দলের খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে কায়সার হামিদ হান্নান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিনোদনের জন্য এনটিভি প্রবাসীদের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে। আর, খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। এনটিভি এ বিজয় দিবসে ফুটসালের আয়োজন করতে পেরে ভালো লাগছে। আশা করি মালয়েশিয়া প্রবাসীরা অত্যন্ত আনন্দের সঙ্গে টুর্ণামেন্টটি উপভোগ করতে পারবে।’

সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান পিএসএসবি গ্রুপের প্রতিষ্ঠান মামার বাড়ী রেস্টুরেন্টের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইউটিএস মাজু কনস্ট্রেশন এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. অলি উল্লাহ, টিম ইলেভেন কক্সবাজারের পরিচালক ইমতিয়াজ আবির, জেটিজি এন্টার প্রাইজের পরিচালক মো. রাসেল, বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. আল আমিন হোসাইন, মাই টপ স্ট্রিমের পরিচালক মো. আলামিন মিয়া উপস্থিত ছিলেন।
পরে প্রত্যেক দলের খেলোয়াড়ের মধ্যে এনটিভির জার্সি বিতরণ করা হয়।
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া আয়োজিত টুর্ণামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন প্রান্তের ২২টি দল।