মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহ'র সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় (৯ এপ্রিল ) রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে এম ফরহাদ হোসাইনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েক ড. মিজানুর রহমান আজহারি।

অনুষ্ঠানে প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা এমজে আলম। ইফতার মাহফিলটি বাংলাদেশি প্রবাসী,ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এই সময় ড. মিজানুর রহমান আজহারি সকলের উদ্যেশে রোজার গুরুত্ব, তাৎপর্য ও জরুরি ১০টি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন ।
অনুষ্ঠানের প্রশংসা করে এসময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!

ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেছিলেন পিঠা ঘর রেস্টুরেন্ট, ফাস্ট কার্গো ,এন জেড ট্রাভেল ,এ এম সুইট ,জেকে এন্টারপ্রাইজ ,এসএল মিতালী ,অলিভার।
ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।