এনটিভি গোটা বিশ্বের অগনিত দর্শকের ভালোবাসার মূর্ত প্রতীক

সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই পথ চলায় সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করেছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এনটিভি গত ১৭ বছরের পথচলায় গন মানুষের ভাল বাসার মূর্ত প্রতীক হিসাবে আজ সুপ্রতিষ্ঠিত এবং সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করার চেষ্টা করেছে।
একই সঙ্গে বাঙালির মমত্ববোধ , ভালবাসায় আস্থা অর্জন ও দেশীয় সংস্কৃতির বিকাশে দৃঢ় চিত্তে এগিয়ে যাচ্ছে এবং নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে । বাঙ্গালী চেতনাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে নিরলস কাজ করছে। এনটিভি সমগ্র বিশ্বের অগনিত বাংলা ভাষা ভাষীদের ভালবাসায় আস্থা ও বিশ্বস্থতার মূর্ত প্রতীক হিসাবে সুপ্রতিষ্ঠিত ।
দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ।দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রেখে ও আকর্ষণীয় বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেয়ায় সব সময় সচেষ্ট ছিল এনটিভির অন্যতম বৈশিষ্ট । ১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের অপরিসীম ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই এগুচ্ছে এনটিভি।
লেখক পরিচিতি - শেখ সালাহউদ্দিন আহমেদ ,অ্যাডভোকেট ,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও প্রেসিডেন্ট , সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরাম ( SALF )