এনটিভি দেশের মত প্রবাসেও সমান জনপ্রিয়

বাংলাদেশের অনেক গুলো স্যাটেলাইট টিভি চ্যানেলের মধ্যে এনটিভি নিঃসন্দেহে একটি জনপ্রিয় চ্যানেল। দলমত নির্বিশেষে এনটিভি স্থান করে নিয়েছে দেশের সকল পর্যায়ের দর্শকদের হৃদয়ে। দেশের মত প্রবাসেও এনটিভির অনুষ্ঠান সমান জনপ্রিয়। প্রবাসে অন্যান্য দেশের মত মালয়েশিয়ায় প্রবাসী দর্শকদের কাছে অনেক বছর ধরে এনটিভি একটি প্রিয় চ্যানেল। এনটিভির বিনোদন মূলক অনুষ্ঠানগুলো মান সম্মত মনে করেন প্রবাসীরা। পাশাপাশি তাদের খবরেও আস্থা আছে প্রবাসীদের। কয়েক বছর আগেও বাংলাদেশে এতো স্যাটেলাইট টিভি চ্যানেল ছিলো না। নিউজ চ্যানেল তো ছিলই না।
যখন নিউজ চ্যানেল ছিল না তখনও আর এখন বেশ কয়েকটা নিউজ চ্যানেলের ভিড়েও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি তাদের সংবাদে দর্শক-শ্রোতার আস্থা ধরে রাখতে পেরেছে। অনেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল থাকায় এখন বেড়েছে মান সম্পন্ন অনুষ্ঠান ও সবার আগে সঠিক খবর প্রকাশের তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এনটিভি বরাবরই এগিয়ে আছে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে। এনটিভিতে প্রচারিত নাটকসহ বিনোদন মূলক অনুষ্ঠানগুলো বরাবরই দর্শকপ্রিয়।
এনটিভি প্রতিদিন মধ্যরাতে পৃথিবীর নানা দেশে-দেশে ছড়িয়ে থাকা সোয়া কোটি প্রবাসীর যাপিত জীবনের নানা আচার অনুষ্ঠানের খবর, নানা ঘটনার খবর প্রকাশ করে আসছে। অন্যান্য দেশের মত মালয়েশিয়ায় প্রবাসীরা আগ্রহ নিয়ে এসব খবর দেখেন। এজন্য এনটিভিকে ধন্যবাদ। এনটিভি মালয়েশিয়া প্রতিনিধিকেও ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া প্রবাসীদের খবরাখবর কষ্ট করে সংগ্রহ করে এনটিভিতে প্রচারের জন্য। পাশাপাশি প্রবাসীদের সুখ-দুঃখের অনুভূতির কথা, নানা সমস্যার কথা আরো বেশি-বেশি প্রচার ও প্রকাশের জন্য আহবান জানাই এনটিভিকে। অর্থাৎ প্রবাসীদের জন্য খবরে আরো বেশি সময় বরাদ্দ করা হোক।
দেখতে-দেখতে এনটিভি তাদের দেশের এবং প্রবাসের অগণিত দর্শকের হৃদয়ছোঁয়া ভালোবাসা নিয়ে অনেকগুলো বছর সফলতার সাথে পেরিয়ে এসেছে। এই টিভি চ্যানেল অতীতের মত তাদের দর্শক-শ্রোতাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানে আরো নতুনত্ব বয়ে আনবে আশা করি। দর্শক নন্দিত এনটিভি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠুক।সময়ের সাথে আগামীর পথে' শ্লোগান নিয়ে যে এনটিভির পথচলা সেই এনটিভি আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনেও ভূমিকা রাখবে আশা করি। গুণগত মানের অনুষ্ঠান প্রচারে এনটিভি আগামী দিনে নিজেকেই ছাড়িয়ে যাবে পৌঁছে যাবে সমৃদ্ধির চূড়ায়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক শুভেচ্ছা এনটিভির সাথে সংশ্লিষ্ট সকলকে ও এনটিভির দর্শক-শ্রোতাদের। শুভ জন্মদিন এনটিভি।
লেখক : মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক, প্রাবন্ধিক।