দেশ এবং প্রবাসে থাকা কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি

সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানটি এখন আরো ঋদ্ধ, আরো প্রাণচঞ্চল ও আরো গণমুখী। ৩ জুলাই ১৮ বছরে পা রাখল এনটিভি।
দেড় যুগ ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত প্রোগ্রাম এর মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এনটিভি পরিবারের প্রতিটি সদস্যের জন্য শুভকামনা। অতিত এবং বর্তমানের মতো ভবিষ্যতেও এনটিভি তার নিজস্বতায় এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি।
দেশ এবং প্রবাসে থাকা কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি'র উত্তোরোত্তর সফলতা কামনা করছি। এনটিভি মালয়েশিয়া'র প্রতিনিধি কায়সার হামিদ হান্নান'কে ও ধন্যবাদ প্রতি মূহূর্তে প্রবাসীদের খবরাখবর প্রচার করার জন্য।
সেই সাথে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক পরিচিতি : মোস্তফা ইমরান রাজু ,আর টিভি ,মালয়েশিয়া প্রতিনিধি