সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে মালয়েশিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের শোক

চাঁদপুরের সাংবাদিকদের পথিকৃৎ, প্রথিতযশা সাংবাদিক, সর্বমহলে পরিচিত প্রিয় মুখ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ,এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি ,চাঁদপুরের কৃতিসন্তান কায়সার হামিদ হান্নান।
এক শোকবার্তায় তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকদের নেতা ইকরাম চৌধুরী খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন।ইকরাম ভাই ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগৎ এর উজ্জ্বল নক্ষত্র।যার থেকে হাতেখড়ি নিয়ে অনেকেই সাংবাদিক পেশায় বর্তমানে প্রতিষ্ঠিত।তিনি আমার খুবই প্রিয় ছিলেন।
চাঁদপুরের সাংবাদিকদের সুনাম ও সম্মান প্রতিষ্ঠা করার জন্য বহু শ্রম দিয়েছেন। সাংবাদিক জগতে উনার অবদান অনস্বীকার্য। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।