এনটিভি কুড়িয়েছে দেশ ও বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা

সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করেছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।এনটিভি গত ১৭ বছরের পথচলায় সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করেছে। একই সঙ্গে বাঙালি সংস্কৃতি লালন করার ক্ষেত্রে এবং নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এবং বাঙালি সংস্কৃতি পালন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে ধরে কাজ করার চেষ্টা করেছে।এনটিভি কুড়িয়েছে অগণিত দর্শকের ভালোবাসা।
দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই ছিল এনটিভির অন্যতম প্রয়াস। ছিল ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুস্থ মানস। ১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি।
লেখক পরিচিতি -মুহাম্মদ শহীদুল্লাহ ,সিইও,আইটিভি, ইউএসএ