আমেরিকার ‘প্রটেক্ট আস কিডসে’র সাইবার নিরাপত্তা শীর্ষক সেমিনার

‘সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর ) মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রটেক্ট আস কিডস ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনায় অনুষ্ঠিত হয়।
আমেরিকার প্রটেক্ট আস কিডসের বাংলাদেশ প্রতিনিধি ও এনটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ খান ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।এ সময় বক্তারা সাইবার নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, ফেসবুকে অপরিচিত কাউকে বন্ধু করা থেকে বিরত থাকতে হবে। সর্তকতার সাথে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। যে কোন সাহায্যের জন্য 999 অথবা পুলিশের সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের সহযোগিতা নেয়ার আহবান জানান।

সেমিনারের আয়োজক শারমিন নাহার লিনা বলেন, মাগুরার ইন্টারনেট ব্যবহারকারী কিশোর কিশোরীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে এ ধরনের সেমিনার র্যালিসহ নানা কর্মসূচী গ্রহন ও বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন। সেমিনারে সাংবাদিকসহ ৫০জন কিশোর কিশোরী অংশ নেয়।