সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট-এর শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের শীতকে উষ্ণ করে তুলতে ‘শৈশবের উষ্ণতা’ শীর্ষক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মিরপুরের সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট-এর আয়োজনে এবং শৈশব বাংলাদেশের সহযোগিতায় ১০০ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুবিধাবঞ্চিত ওই শিশুদের মধ্যে সম্পূর্ণ নতুন পোশাক পেয়ে চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যায় । নিজেদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম, উপদেষ্টা শেখ ফারুক আহমেদ, কাব্য আহমেদ, শৈশব বাংলাদেশের মার্কেটিং এক্সিকিউটিভ ওয়াহেদুর রহমান শিশুদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

এসময় আমেরিকার প্রটেক্ট আস কিডসের বাংলাদেশ প্রতিনিধি ও এনটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা মো. আবু হানিফ খান, অধ্যাপক,দ্যা ইউনিভার্সিটি অব কুমিল্লা, কাজী ইউনুসুর রহমান, ফিল্ড ম্যানেজার, ঢাকা আহসানিয়া মিশন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।