আন্তর্জাতিক ড্রোন ফটো অ্যাওয়ার্ডস পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার

প্রতিবছর ইতালিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সিয়েনা ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতা। ড্রোনের মাধ্যমে আকাশ থেকে তোলা ছবি নিয়ে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিযোগিতায় নগর বিভাগে আলী আশরাফ ভূঁইয়ার তোলা 'বুড়িগঙ্গা নৌকাগুলি' শিরোনামে ছবিটি জয়ী হয়েছে। পুরান ঢাকা থেকে ছবিটি ধারণ করেছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।

দ্যা গার্ডিয়ান পত্রিকায় এই সংবাদ টি প্রকাশ করা হলে আলী আশরাফ ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। এই বছরের এই প্রতিযোগিতায় ছয়জন বাংলাদেশী আলোকচিত্রকরের তোলা এগারোটি ছবি বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়।