উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় বাংলাদেশের তৌহিদ

উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ–২০২০’ (ডব্লিউএলই)-এ বাংলাদেশ অংশে বগুড়ার আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তিনটি ছবি সেরা দশে জায়গা পেয়েছে। এ বছরের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৩৩টি দেশ অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি দেশের ১০টি করে ছবি সেরা ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল মিলবে আগামী ডিসেম্বরে।
উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, এ বছরের ‘উইকি লাভস আর্থ’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩০৪ জন আলোকচিত্রীর ১ হাজার ৮৯৪টি ছবি জমা পড়ে। এর মধ্যে প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাই শেষে ১০টি ছবি সেরা ঘোষণা করা হয়। তৌহিদ পারভেজ বিপ্লবের ছবি প্রথম, চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছে।
উইকিপিডিয়ার সূত্রে জানা গেছে, এ বছরের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশে ছাড়াও বিশ্বের ৩৩টি দেশ অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি দেশ থেকে ১০টি করে ছবি সেরা ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরে ৩৩ দেশের ৩৩০টি ছবি থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কারের জন্য ১৫টি সেরা ছবির আলোকচিত্রীকে বিজয়ী ঘোষণা করা হবে। উইকিমিডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রতিযোগীতার জন্য সেরা নির্বাচিত প্রতিটি দেশের ১০টি ছবি প্রদর্শিত হচ্ছে।